‘আলোকচিত্রশিল্পে মেধা, মনন ও প্রজ্ঞার সমন্বয় প্রয়োজন’

ফটোগ্রাফি প্রশিক্ষণের সনদ বিতরণ করছেন পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়

পূর্বা’র সনদ বিতরণ

আলোকচিত্রশিল্পে অন্যান্য শিল্পের ন্যায় প্রয়োজন একজন শিল্পীর মেধা, মনন ও প্রজ্ঞার সমন্বয়। আলোকচিত্র শিল্পীরা প্রত্যেকটি শিল্পকর্মে তাদের এবং সমাজের অব্যক্ত কথাগুলোকে সংজ্ঞায়িত করে চলেছেন সুর্দীঘ সময় ধরে।
যুব উন্নয়ন অধিদপ্তর’র পরিচালনায় এবং শিল্প চর্চা কেন্দ্র ও আত্ম উন্নয়নমূলক সংগঠন পূর্বা’র সহযোগিতায় কোভিড পরিস্থিতি পূর্ববর্তী ব্যাচের সনদ বিতরণকালে পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয় একথা বলেন। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বা’র সদস্য প্রীতম দাশ, পূর্বা ফটোগ্রাফি সেলের সদস্য অর্জুন চন্দ্র মজুমদার, মো. মামুন, মুনিরুল ইসলাম, অনিশ পাল, রাজু হোড়, সৌরভ হোসেন, নারগিস আক্তার, তাহারীন আফরোজ, মুজিবুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি