আমাজন প্রাইমে ‘ব্লসম ফ্রম অ্যাশ’

সুপ্রভাত ডেস্ক :
রোহিঙ্গা জনপদের শত বছরের ইতিহাস ও গণহত্যার ওপর নির্মিত পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র ‘ব্লসম ফ্রম অ্যাশ’ দেখা যাচ্ছে বিশ্বখ্যাত ভিডিও স্ট্রিমিং সাইট আমাজন প্রাইমে।
মার্কিন প্রযোজক এলেক্স ব্লমের প্রযোজনায় নেপালি সিনেমাটোগ্রাফার সারুন মানান্ধারের ক্যামেরায় বাংলাদেশি পরিচালক নোমান রবিনের তৈরি তথ্যচিত্র এটি। ২৮ জানুয়ারি থেকে চলচ্চিত্রটি দেখা যাচ্ছে প্রাইম-এ।
নোমান রবিন বলেন, ‘এই চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে আমরা অনেক অজানা ও ভয়ংকর তথ্য জানতে পারি। নাম উল্লেখ না করার শর্তে মায়ানমারের অনেক স্কলারদের সহযোগিতায় রি-ক্রিয়েট করার চেষ্টা করেছি সেসব ঘটনা ও দৃশ্য। আমরা চেয়েছি রোহিঙ্গাদের অধিকার আদায়ের দলিল হিসেবে থেকে যাক এই ছবিটি।’
১৯৯৭ সালে লন্ডনের অক্সফোর্ড কাউন্সিল কর্তৃপক্ষ মায়ানমারের নেত্রী অং সান সু চিকে প্রদান করে ‘ফ্রিডম অব দ্যা সিটি’ সম্মাননা। ২০১৯ সালে সেটি আবার প্রত্যাহার করা হয়। অনেকেই মনে করেন, এই প্রাপ্ত সম্মাননা কেড়ে নেওয়ার পেছনে অনেকাংশেই ভূমিকা রেখেছে ‘ব্লসম ফ্রম অ্যাশ’ চলচ্চিত্রটি। খবর : বাংলাট্রিবিউন’র।