আবাসন খাতে নতুন মাত্রা এনেছে উইকন প্রপার্টিজ

‘উইকন ইকরা’র নির্মাণকাজ শুরু

আবাসন খাতে নতুন মাত্রা এবং আধুনিক নির্মাণের প্রতিশ্রুতি নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করা উইকন প্রপার্টিজের নতুন আবাসন প্রকল্প উইকন ইকরা’র নির্মাণকাজ শুরু হয়েছে। নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর বি ব্লকের দুই নম্বর সড়কে প্রায় ৬ কাঠা আয়তনের প্লটে গ্রাউন্ড ব্রেকিং এর মাধ্যমে এই আবাসন প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের রাজনৈতিক ব্যক্তিত্ব নগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, উইকন ইকরা প্রকল্পের ভূমি মালিক একরামুল হক চৌধুরী এবং কামরুন নাহার। এছাড়া উপস্থিত ছিলেন উইকন প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক শেফা সাইকা, পরিচালক স্থপতি মেহেদী ইফতেখার, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম, পরিচালক স্থপতি রতন ম-ল, পরিচালক প্রকৌশলী নাজিম উদ্দিন খান, হেড অব বিজনেস নাজমুল বিন আবেদীন রুবায়েত, ডিজিএম প্রকৌশলী মো. মহসিন ইকবাল, ডিজিএম শিপলু খাস্তগীর, এজিএম রামেন দাশ গুপ্ত, পিটুপি কমিউনিকেশন অ্যান্ড ইভেন্টস এর নির্বাহী পরিচালক নির্ঝর চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে পিটুপি ও উইকন এর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উইকন প্রপার্টিজের পরিচালক স্থপতি মেহেদী ইফতেখার জানান, দেশের আবাসন খাতে নতুন মাত্রা যোগ করে দ্রুত এবং আধুনিক নির্মাণের প্রতিশ্রুতি নিয়ে পিটুপি’র একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করছে ‘উইকন প্রপার্টিজ’। উইকন এর মূল বৈশিষ্ট হলো দ্রুত এবং মানসম্পন্ন আধুনিক নির্মাণ, থাকবেনা কোন লুকানো স্কয়ারফিট বা পরিমাপ, নির্দিষ্ট সময়ের মধ্যে হস্তান্তর, বিশ্বমানের বিল্ডিং ম্যাটেরিয়ালের ব্যবহার নিশ্চিতকরণ। বিজ্ঞপ্তি