আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রাকিতিচ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিতিচ। গত সোমবার ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে রানার্সআপ হয় ক্রোয়েশিয়া। ৩২ বছর বয়সী সাবেক বার্সেলোনা তারকা সেই দলের অন্যতম সারথি ছিলেন। ৬ বছর বার্সেলোনায় কাটিয়ে এ মৌসুমেই সেভিয়ায় পাড়ি দিয়েছেন রাকিতিচ। জাতীয় দলের হয়ে ১০৬ ম্যাচ খেলেছেন। ১৫টি গোলও রয়েছে এই মিডফিল্ডারের।
ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ, কোচ জøাতকো দালিচ ও অ্যাসোসিয়েশনের সভাপতি দাভর সুকেরের সঙ্গে পরামর্শ করে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রাকিতিচ।
বিদায় বেলায় এই তারকা বলেছেন, ক্রোয়েশিয়া জাতীয় দলকে বিদায় বলে দেয়া আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। তবে আমার মনে হয়েছে, বিদায় বলার এটাই সঠিক সময়। মাতৃভূমির হয়ে খেলা প্রতিটা ম্যাচ আমি উপভোগ করেছি এবং বিশ্বকাপের চিরস্মরণীয় মুহূর্তগুলো আমার প্রিয় মুহূর্তগুলোর অংশ হয়ে থাকবে। খবর : ডেইলিবাংলাদেশ’র।