আট বছর পর বব ডিলানের অ্যালবাম

সুপ্রভাত ডেস্ক :
আট বছর পর মুক্তি পেল বব ডিলানের নতুন অ্যালবাম। শুক্রবার মুক্তি পেয়েছে ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েস’ অ্যালবামটি। অ্যালবামে দশটি গান আছে। এর আগে ২০১২ সালে প্রকাশিত ‘টেম্পটেস্ট’ ছিল তার সর্বশেষ অ্যালবাম।
এর আগে এই অ্যালবামের ‘মার্ডার মোস্ট ফাউল’, ‘আই কন্টেইন মালটিটিউডস’ এবং ‘ফলস প্রোফেট’ গান তিনটি প্রকাশ করেছিলেন ডিলান। তার মাঝে প্রায় ১৭ মিনিটের ‘মার্ডার মোস্ট ফাউল’ গানে ষাটের দশক ও যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার ঘটনার স্মৃতি রোমন্থন করেছেন ডিলান। গানটি সব ধারার ডিজিটাল গানের সেলস ক্যাটাগরির শীর্ষে যায়গা করে নিয়েছে।
উত্তর আমেরিকা এবং জাপানে বেশ কিছু কনসার্টে অংশ নেয়ার কথা ছিল বব ডিলানের। কিন্তু করোনা ভাইরাসের কারণে সব বাতিল হয়েছে। তবে তিনি কথা দিয়েছেন, পরিস্থিতি ঠিক হবে আবার স্টেজে ফিরবেন। তার আগ পর্যন্ত নিরাপদে থাকতে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন এই নোবেল জয়ী তারকা।
খবর : চ্যানেলআইঅনলাইন’র।