আজ লঘুচাপে বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক :

লঘুচাপে বৃষ্টি হতে পারে আজ। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটির কারণে দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে সাগর উত্তাল থাকতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর পতেঙ্গা কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ ফরিদুল আলম বলেন, ‘লঘুচাপের কারণে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। সেজন্য আজ বুধবার (গতকাল) রাত থেকে কাল (আজ) বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হতে পারে। তবে লঘুচাপটি উপকূলের খুব কাছাকাছি হওয়ায় এটি নি¤œচাপে রূপ নেবার সম্ভাবনা নেই।’
এদিকে গত কয়েকদিন ধরে চট্টগ্রামসহ সারাদেশে প্রচ- দাবদাহে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। টানা গরমের পর হঠাৎ করে গতকাল দুপুরে এক ঝলক বৃষ্টির দেখা পেয়েছে নগরবাসী। এছাড়া দেশের বিভিন্ন এলাকায়ও বৃষ্টি হয়েছে অল্পস্বল্প।
উল্লেখ্য, বছরের এই সময়ে সাগরে প্রায়শ নি¤œচাপ সৃষ্টি হয়ে থাকে। এসব নি¤œচাপ থেকে কখনো-কখনো ঘূর্ণিঝড়েরও জন্ম হয়।