আগ্রাবাদ নওজোয়ানের শুভ সূচনা

প্রথম বিভাগ ফুটবল লিগ

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে এবারের আসরে জয়ে শুরু করেছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। গতকাল (২ নভেম্বর) এম এ আজিজ স্টেডিয়ামে একমাত্র খেলায় তারা ২-১ গোলে রেলওয়ে রেঞ্জাসকে পরাজিত করে। বিজয়ী দলের বাপ্পী ও বিজয় শীল এবং বিজিত দলের ইরফান গোল করেন।
দুই দলের প্রথম খেলায় শুরু থেকে পরিকল্পিত আক্রমণের মধ্য দিয়ে উভয়ে খেলাকে উপভোগ্য করে রাখে। এরমধ্যে প্রথম ১৫ মিনিটে নওজোয়ান ক্লাব দুইবার এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে। তবে ২১ মিনিটে বাপ্পী তাদেরকে স্বস্তি এনে দেন। বক্সের বাইরে থেকে বাপ্পীর দুর্দান্ত শট জালের ঠিকানা খুঁজে পায় (১-০)। অব্যাহত চেষ্টার পর ৪০ মিনিটে সমতায় ফিরে রেলওয়ে। বামপ্রান্ত থেকে আল আমিনের সেন্টারে তৌহিদের হেড কিপারের হাতে লেগে ফিরে এলে ইরফান সহজে বল জালে প্লেস করেন (১-১)। এ ফলাফলে প্রধমার্ধ শেষ হয়। ৭৫ মিনিটে আবারো এগিয়ে যায় নওজোয়ান। বক্সের বাইরে মাঝ বরাবর স্থান থেকে বিজয় শীলের অসাধারণ ফ্রি-কিক সরাসরি জাল স্পর্শ করে (২-১)। শেষ দিকে রেলওয়ের নিশ্চিত গোলের চেষ্টা এগিয়ে এসে নওজোয়ান কিপার শুভ প্রতিহত করে দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন। ম্যাচসেরা নওজোয়ানের দুলালের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন সিজেকেএস কাউন্সিলর মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু । আজ প্রথম বিভাগের বিরতি। তবে প্রিমিয়ারের দুটি খেলা আছে। এ ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। প্রথম খেলায় ব্রাদার্স-চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি ( বিকেল ৫টা) এবং মোহামেডান ব্লুজ-বিসিআইসি ক্রীড়া সংসদ (৭টা) প্রতিদ্বন্দ্বিতা করবে। আজ ন্যুনতম ড্র করলেই এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করবে ব্রাদার্স।