অ্যাভেঞ্জার্সপ্রেমীদের জন্য আসছে মার্ভেল অ্যাভেঞ্জার্স

সুপ্রভাত ডেস্ক :
বিশ্বের ছোট-বড় সবারই মন কেড়েছে অ্যাভেঞ্জার্স সিনামাটি। তবে এবার অ্যাভেঞ্জার্সপ্রেমী ও গেমারদের জন্য সুখবর নিয়ে এসেছে মাইক্রোপ্রসেসর নির্মাতা ইনটেল। সেপ্টেম্বরের ৪ তারিখে মুক্তি পাচ্ছে ‘মার্ভেল অ্যাভেঞ্জার্স’ গেম। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে ইনটেলের নবম ও দশম জেনারেশনের ‘কে এ’ প্রসেসরের সঙ্গে বিনামূল্যে দেয়া হবে অ্যাভেঞ্জার্স গেমটি। বাংলাদেশি টাকায় যার বাজার মূল্য ৫০০০ টাকা। ইনটেলের তরফ থেকে এই অফার চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বাংলাদেশেও এই অফার পাওয়া যাবে বাইনারি লজিকের মাধ্যমে।
বাংলাদেশে ইনটেলের প্লাটিনাম অংশীদার ‘বাইনারি লজিক’র প্রধান নির্বাহী মনসুর আহমদ চৌধুরী বলেন, বাইনারি লজিক বাংলাদেশে ইনটেলের প্রথম প্লাটিনাম পার্টনার হওয়ায় এই অফার আমরাই প্রথম দিচ্ছি। যারা গেম খেলে তাদের জন্য খুবই আনন্দের খবর এটি।
তিনি আরো বলেন, এছাড়া ইনটেলের নবম ও দশম জেনারেশনের ‘কে এ’ প্রসেসর আগে সাধারন বক্সে আসলেও এখন থেকে অ্যাভেঞ্জার্সের বক্সে নতুন আঙ্গিকে পাওয়া যাবে। এছাড়াও অ্যাভেঞ্জার্সের একটি পোস্টারও সঙ্গে দেয়া হবে। খবর : ডেইলিবাংলাদেশ’র।