অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান

লায়ন্স ক্লাবের সেমিনার

লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে মাননীয় জেলা গভর্নর এর ডাক ‘সবার উপরে মানবতা’ শীর্ষক সেমিনার ও স্বর্ণ পদক প্রদান অনুষ্ঠান ১৬ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য এমজেএফ।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল এর আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন লায়ন ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ, ভাইস এরিয়া লিডার ও ক্যাম্পেইন ১০০ এলসিআইএফ এবং জিএলটি মাল্টিপল ডিস্ট্রিক্ট কো-অরডিনেটর এবং মাল্টিপল জেলা ৩১৫ এর কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আব্দুল হক এমজেএফ।
সম্মানিত অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জাবেদ হোসাইন,পিএইচডি। প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. মঞ্জুর-উল-আমিন চৌধুরী, এডজাংক্ট ফ্যাকাল্টি, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন কাজী জাহিরুল ইসলাম এমজেএফ। সেমিনার শেষে লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ পিএমজেএফ, পিডিজি, পিসিসি এবং আন্তর্জাতিক পরিচালক লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ও একাডেমিক কাউন্সিল মেম্বার অব বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি কালিয়াকৈর, ঢাকা এবং প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্তকে স্বর্ণ পদকে ভূষিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ পিএমজেএফ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, প্রাক্তণ জেলা গভর্নর লায়ন মোস্তাক হোসাইন এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু এমজেএফ। সভাপতির ভাষণ দেন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য। বিজ্ঞপ্তি