অষ্টম দিনে টিকা নিলেন ২১, ৪৮৭ জন

নিজস্ব প্রতিবেদক :
সারাদেশে গণটিকাদান কর্মসূচির অষ্টম দিনে গতকাল চট্টগ্রামে টিকা নিয়েছেন ২১ হাজার ৪৮৭ জন। এর মধ্যে নগরের ১১ কেন্দ্রে ১০ হাজার ৫৪ জন এবং ১৪ উপজেলায় ১১ হাজার ৪৩৩জন। এ নিয়ে গত আট দিনে নগরীতে ৪৯ হাজার ৮৬৩ জন এবং উপজেলায় ৪৬ হাজার ৫২৭ জনসহ চট্টগ্রামে মোট টিকা নিয়েছেন ৯৬ হাজার ৩৯০ জন। সোমবার পর্যন্ত চট্টগ্রামে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১ লাখ ৫৮ হাজার ৪৮৩জন। এর মধ্যে নগরীতে ৮৪ হাজার ৮৮২ জন এবং ১৪ উপজেলায় ৭৩ হাজার ৬০১ জন।
চসিক স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে গতকাল সোমবার নগরের ১১টি টিকাদান কেন্দ্রের টিকা নেওয়া ১০ হাজার ৫৪ জনের মধ্যে চমেক হাসপাতাল কেন্দ্রে ১ হাজার ৯২৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ হাজার ৫৭২ জন, বিমান বাহিনী হাসপাতালে ১০০ জন, নৌ-বাহিনী হাসপাতালে ৬৬০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৯৭ জন, বাংলাদেশ মেলিটারি একাডেমি হাসপাতালে ৬০ জন, পুলিশ হাসপাতালে ২৫০ জন, চসিক জেনারেল হাসপাতালে ১ হাজার ৯৮০ জন, মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে ৬৯৭ জন, চসিক বন্দরটিলা হাসপাতালে ৮৭০ জন এবং ছাফা মোতালেব মাতৃসদন হাসপাতালে ৮৪১ জন করোনা টিকা গ্রহণ করেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে চট্টগ্রামের ১৪টি উপজেলার ১১ হাজার ৪৩৩ জনের মধ্যে লোহাগাড়ায় ৪৫০ জন, রাঙ্গুনিয়ায় ৯১০ জন, ফটিকছড়িতে ৪১৯ জন, বাঁশখালীতে ৫০৬ জন, আনোয়ারায় ৯৪৪ জন, সীতাকুণ্ডে ১ হাজার ৬৭৫ জন, সাতকানিয়ায় ১ হাজার জন, রাউজানে ৪৫০ জন, মীরসরাইয়ে ১ হাজার ১০৩ জন, চন্দনাইশে ৪৪৬ জন, বোয়ালখালীতে ১ হাজার ২৭৮ জন, হাটহাজারীতে ৮৭০ জন, সন্দীপে ৩৩৪ জন এবং পটিয়ায় ১ হাজার ৪৮ জন টিকাগ্রহণ করেন।