অবশেষে ফুটবলারদের জন্য জিমনেশিয়ামের উদ্যোগ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ফুটবলারদের একটি প্রয়োজনীয় চাওয়া পূরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভবনের সামনে জিমনেশিয়াম তৈরি করার হবে বলে জানিয়েছেন সংস্থাটির সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জিমনেশিয়ামের নকশা ও এর নির্মাণের বিষয়টি জানিয়েছে। বাফুফের ভবনের সামনের লনে এটি নির্মিত হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন। খবর বিডিনিউজের। ‘বাফুফে নিজ উদ্যোগে ফূটবলারদের জন্য স্পোর্টস জিম তৈরির কাজ হাতে নিয়েছে। খেলোয়াড়দের জন্য ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। তাদের ফিটনেস ঠিক রাখতে এবং উন্নত প্রশিক্ষণের জন্য জিম ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’ ‘এই জিমনেশিয়ামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল, বয়সভিত্তিক ফুটবল দলসমূহ এবং ফুটবল ক্লাবগুলোর খেলোয়াড়রা ব্যবহার করতে পারবে।’ গত অক্টোবেরর নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতির চেয়ারে বসেন সালাউদ্দিন। অতীতেও জিমনেশিয়ামের দাবি খেলোয়াড়রারা তুললেও সাড়া মেলেনি। দেরিতে হলেও এবার কাজটি শুরু করতে যাচ্ছে বাফুফে।