অনুনমোদিত ওষুধ বিক্রি-সংরক্ষণ করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
অননুমোদিত ওষুধ বিক্রি, সংরক্ষণ ও সামাজিক দূরত্বে বজায় না রেখে বিক্রির অভিযোগে দুটি ফার্মসিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার (৬ জুলাই) নগরের খুলশী, বায়োজিদ, চাদগাঁও, পাঁচলাইশ ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলায় জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজাস্ট্রেট মিজানুর রহমান।
অভিযানে নগরীর বহদ্দারহাট হক মার্কেটের আজগর আলী ফার্মেসিকে অননুমোদিত ওষুধ বিক্রি, জীবন রক্ষাকারী ওষুধ সামগ্রী ও ইনজেকশন নষ্ট ফ্রিজে সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে সামাজিক দূরত্বে বেচা-বিক্রি না করায় শাহ আমানত ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করে।
এছাড়াও বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন মুদি দোকানে পণ্য দ্রব্যের দাম ঠিক আছে কিনা তদারকি করা হয়।