অনলাইনে কার্যক্রম এগিয়ে যাচ্ছে আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ের

বর্তমান করোনা পরিস্থিতিতে অনলাইনে দূরশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে প্লে থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ২৫০০ শিক্ষার্থী অধ্যয়নরত। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের অনলাইনে দূরশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, ষাটোর্ধ্ব প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করার লক্ষে বৈশি^ক এই দুর্যোগে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে তাদের মনোবল ঠিক রাখার জন্য দেশের উপযোগী ও সহজ অনলাইন দূরশিক্ষণ কার্যক্রম পদ্ধতি উদ্ভাবন করা হয়। অনলাইনে দূরশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ ও সমন্বয় সভা করে কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে। বিষয় শিক্ষকবৃন্দ প্রতিদিনের পড়াশোনার তালিকা তৈরি, প্রতিটি শ্রেণির বিষয়ভিত্তিক ভিডিও কনটেন্ট তৈরি এবং অনলাইন ক্লাসের বাস্তবায়ন ও তদারকি করছে। বিজ্ঞপ্তি