অধ্যয়নরত অস্বচ্ছল শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিলো চবি শিক্ষক সমিতি

চবি শিক্ষক সমিতির উদ্যোগে অধ্যয়নরত অস্বচ্ছল শিক্ষার্থী অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করছেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আজ ১৩ মে দুপুর ১২টায় চবি উপাচার্য দপ্তরে চবিতে অধ্যয়নরত আর্থিকভাবে অস্বচ্ছল, মেধবী এবং প্রতিবন্ধী ৩৪৩ জন শিক্ষার্থী আড়াই হাজার টাকা করে প্রদান করা হবে। অনলাইনের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
এ সময় চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলম উপাচার্যের হাতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে চবি শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন, কোষাধ্যক্ষ শাহনেওয়াজ মাহমুদ সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দীন, চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, প্রক্টর প্রফেসর এসএম মনিরুল হাসান, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা, পরিবহন দপ্তরের পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দসহ সংশি¬ষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের অর্থ প্রদানে এগিয়ে এসে চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যে মহানুভবতার পরিচয় দিচ্ছেন তা অত্যন্ত প্রশংসার দাবিদার। এ সকল মানবিক কাজে সবাই এগিয়ে আসলে দেশের যে কোনো দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব।
শিক্ষার্থীদের অর্থ তাদের একাউন্টে অনলাইনের ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। বিজ্ঞপ্তি