অধ্যাপক রফিকুল আলমকে দ্বিতীয় মেয়াদে চুয়েটের ভিসি নিয়োগ

সুপ্রভাত ডেস্ক :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।

রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০১৬ সালের ২৭ এপ্রিল প্রথমবারের মতো চুয়েটের উপাচার্যের দায়িত্ব নেন অধ্যাপক রফিকুল আলম। এর আগে তিনি  চুয়েটের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চট্টগ্রামের সন্তান অধ্যাপক রফিকুল ১৯৮২ সালে তখনকার চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মজীবন শুরু করেন। বিভিন্ন সময়ে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, তৎকালীন বিআইটির বোর্ড অব গভর্নরস ও অ্যাডভাইজরি কমিটির সদস্য, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন অধ্যাপক রফিকুল আলম।

এছাড়া তিনি বর্তমানে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।