যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বদিউল আলম বলেছেন, বিএনপি-জামায়াত পুনরায় কৌশলে রাজপথে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। সড়ক দুর্ঘটনায় হতাহতের ইস্যু নিয়ে তারা দেশের বিভিন্ন জেলায় ব্যর্থ আন্দোলন করেছে। দেশের মানুষ বুঝতে পেরেছে নিরাপদ সড়ক ও দুর্ঘটনার কথা বলে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করছে। গত বৃহস্পতিবার বিকেলে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আজিমপুর গ্রামে এক উঠান বৈঠকে বদিউল আলম এই কথা বলেন। এতে উপসি’ত ছিলেন আহমদ উল্লাহ চৌধুরী, বাদল সর্দার, এস,এম, জাফর, মো. জাকির, জহুর আহমদ লালু, সাহাবুদ্দিন, শিমুল ধর, শেখ পিয়ারু, ইসমাইল, সাইফুল ইসলাম জুয়েল, আবুল নবী, মুরাদ, আলমগীর, শফিক, রাব্বি, জাহাঙ্গীর, বাবুল, নোমান, টিটু, তানভীর, ফরিদ প্রমুখ। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে বদিউল আলম নৌকার প্রার্থী হয়ে পটিয়ার ঐতিহ্য, গৌরব ও মর্যাদা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। এসময় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী কন্যা শেখ হাসিনা দেশে উন্নয়নের পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার যোগ্যপ্রার্থী মনোনীত করে সংগঠনকে আরো গতিশীল করবেন। দলের স্বার্থে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
পটিয়ায় উঠান বৈঠকে বদিউল আলম
বিএনপি-জামায়াত পুনরায় নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে
নিজস্ব প্রতিনিধি, পটিয়া