
কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির জন্য গতকাল চট্টগ্রাম কাস্টমস হাউজের সকল কার্যক্রম চার ঘণ্টার জন্য অচল ছিল। সম্প্রতি সিলেটের তামাবিল শুল্ক স্টেশনে বিজিবি সদস্যরা কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা ও তাদের সহকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম-সিলেট ও কুমিল্লা অঞ্চলের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সংগঠন চকাএভ’র উদ্যোগে চট্টগ্রাম কাস্টমস হাউজসহ সকল কমিশনারেটে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুল্কায়ন বন্ধ থাকার পর বিভিন্ন গ্রুপে কার্যক্রম শুরু হলে ব্যাপক ভিড় দেখা গেছে। এ সময় শুল্কায়ন কাজ করতে গিয়ে কাস্টমস কর্মকর্তা-কর্মচারী ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধিদের ভোগান্তি পোহাতে হয়েছে। পণ্য ডেলিভারীতে একই সমস্যা পোহাতে হয়। বিসিএস কাস্টমস ক্যাডার কর্মকর্তা এবং কর্মচারীরাও একাত্মতা ঘোষনা করে তাদের সাথে কর্মসূচিতে যোগ দেন। এ উপলক্ষে সকাল ১১টায় কাস্টমস হাউজ চত্বরে সংগঠন সভাপতি মো. আমজাদ হোসেন হাজারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদ শামীমের পরিচালনায় সমাবেশে চট্টগ্রাম কাস্টমস হাউজ কমিশনার কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান, অতিরিক্ত কমিশনার ফাইজুর রহমান ও মো.জিয়াউদ্দিন, যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল, সংগঠনের কেন্দ্রীয় নেতা মোশারফ হোসেন ভূইয়া, সাইফুল ইসলাম, চকাএভ নেতা মুশফিকুর রহমান যোশেফ, ইন্দ্রজিৎ মুখার্জী ও জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা এ ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস’া নেয়ার দাবি জানান। এদিকে কাস্টমস কমিশনার বলেন ‘আমরা সবাই রাজস্ব সৈনিক, একজনের ওপর হামলার অর্থ সকলের প্রতি আঘাত’।